যশোর প্রতিনিধি: আগামী ২৮ মার্চ যশোরের প্রাচ্যসংঘে শুরু হচ্ছে দুইদিনব্যাপী ‘বৃহত্তর যশোরের লেখক মেলা’। মেলায় লেখকরা তাদের প্রকাশিত বই নিয়ে স্টল দিতে পারবেন। যে সব লেখকের বই এখনো প্রকাশিত হয়নি তারাও পাণ্ডুলিপি নিয়ে স্টল বরাদ্দ নিতে পারবেন।
মেলায় স্টল বরাদ্দের জন্য প্রকাশিত বইয়ের লেখকদের জন্য এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর যারা পাণ্ডুলিপি নিয়ে স্টল দিবেন তাদের জন্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। লেখকের নামে স্টলের নামকরণ হবে।