ফাহাদ হোসেন: উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার সাত উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা মো. বদিউজ্জামান ও নাজমুল কবীর তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকার প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেন। এদিকে, প্রতীক বরাদ্দ পাওয়া মাত্রই প্রার্থীদের প্রচারণায় মুখর হয়ে উঠেছে গোটা জেলা। ব্যস্ততা বেড়েছে প্রিন্টিং প্রেসের। চারদিকে শুরু মাইকিং।
জেলা নির্বাচন অফিস জানায়, কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট সাতজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদের মধ্যে চেয়ারম্যান পদে ফিরোজ আহম্মেদ স্বপন নৌকা ও মো. আমিনুল ইসলাম লালটু আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এছাড়া কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে এইচ এম আরাফাত মাইক ও কাজী আসাদুজ্জামান উড়োজাহাজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. রাজিয়া সুলতানা দুলালী ফুটবল, শাহানাজ নাজনীন হাঁস ও সেলিনা আনোয়ার কলস প্রতীক বরাদ্দ পেয়েছেন।
শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১০জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদের মধ্যে চেয়ারম্যান পদে এসএম আতাউল হক নৌকা ও জিএম ওসমান গনি দোয়াত কলম প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মো. মিজানুর রহমান উড়োজাহাজ, মো. সাঈদ উজ জামান টিউবওয়েল, শেখ ফারুক হোসেন চশমা, স ম আব্দুস সাত্তার তালা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে
খালেদা আইয়ূব হাঁস, নাফিজা সুলতানা ফুটবল, পাপিয়া হক কলস ও মোছা. নূরজাহান পারভীন পদ্মফুল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
তালা উপজেলা পরিষদ নির্বাচনে ১০জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদের মধ্যে চেয়ারম্যান পদে ঘোষ সনৎ কুমার নৌকা ও এমএম ফজলুল হক আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ইখতিয়ার হোসেন টিউবওয়েল, মো. আব্দুল জব্বার তালা, মো. আমিনুজ্জামান চশমা, ও মশিয়ার রহমান উড়োজাহাজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেবুন্নেছা খানম পদ্মফুল, মিসেস মোস্তারী সুলতানা ফুটবল, মুরশীদা পারভীন কলস ও শাকিলা ইসলাম জুই হাঁস প্রতীক বরাদ্দ পেয়েছেন।
আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে ১০জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদের মধ্যে চেয়ারম্যান পদে এবি এমডি মোস্তাকিম নৌকা ও মো. শহীদুল ইসলাম পিন্টু আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী টিউবওয়েল, জিএম আক্তারুজজামান উড়োজাহাজ, মতিলাল সরকার তালা, মো. ফিরোজ টিয়া পাখি, মো. সাহেব আলী সরদার চশমা ও সম সেলিম রেজা মাইক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. হেনা গাজী ফুটবল ও মোসলেমা খাতুন কলস প্রতীক বরাদ্দ পেয়েছেন।
দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে ১৪জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদের মধ্যে চেয়ারম্যান পদে মো. আ. গনি নৌকা, মাহবুব আলম ঘোড়া, মো. গোলাম মোস্তফা আনারস, শেখ অজিহার রহমান আম ও সাঈদ মাহফুজুর রহমান মটর সাইকেল প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আনিছুর রহমান চশমা, মো. মনিরুল ইসলাম টিউবওয়েল, মো. মিজানুর রহমান উড়োজাহাজ, মো. রিয়াজুল ইসলাম আম, মো. হাবিবুর রহমান তালা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে
আফরোজা পারভীন ফুটবল, জিএম স্পর্শ কলস, প্রিয়াংকা রানী প্রজাপতি ও মোছা. আমেনা রহমান পদ্ম ফুল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৪জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদের মধ্যে চেয়ারম্যান পদে শেখ আতাউর রহমান নৌকা, সাঈদ মেহেদী ঘোড়া ও শেখ মেহেদী হাসান আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে আব্দুল হামিদ সরদার চশমা, গাজী জাহাঙ্গীর কবীর উড়োজাহাজ, ডিএম সিরাজুল ইসলাম মাইক, মো. আব্দুল কুদ্দুস টিউবওয়েল, মো. আব্দুল হাকিম টিয়া পাখি, শেখ ইকবাল আলম বই, শেখ নাজিমুল ইসলাম তালা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে
জেবুন্নাহার পদ্ম ফুল, দিপালী রানী ঘোষ ফুটবল, ফারজানা হাঁস ও মিসেস আফছানা বেগম কলস প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সাতক্ষীরা উপজেলা পরিষদ নির্বাচনে ১২জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদের মধ্যে চেয়ারম্যান পদে মো. আসাদুজ্জামান বাবু নৌকা, এসএম শওকত হোসেন আনারস ও মো. গোলাম মোরশেদ মটর সাইকেল প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া এসএম মারুফ তানভীর হুসাইন টিউবওয়েল, কাজী আক্তার হোসেন উড়োজাহাজ, মো. মিজানুর রহমান তালা, মো. রাশেদুজ্জামান রাশি চশমা, মো: শাহজাহান আলী মাইক ও শেখ তামিম হোসেন সোহাগ টিয়া পাখি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে
কোহিনুর ইসলাম প্রজাপতি, তহমিনা ইসলাম কলস ও সোনিয়া পারভীন শাপলা ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রতীক পেলেন জেলার ৭৭ প্রার্থী, প্রচারণা তুঙ্গে
https://www.facebook.com/dailysuprovatsatkhira/