বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারণে অবস্থিত নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সপ্তাহে একদিন বিদ্যালয়ের টিফিন টাইমে খাবারের ব্যবস্থা করেছেন উদ্ভাবক মিজান। শনিবার সকাল সাড়ে ১১টায় টিফিনের খাবার বিতরণ করেন তিনি। পাশাপাশি শিশুদের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করেন।
শার্শার শ্যামলাগাছী গ্রামের কৃতি সন্তান মটর ম্যাকানিক উদ্ভাবক মিজান নিজস্ব ভ্রাম্যমাণ নার্সারির পক্ষ থেকে এই গাছের চারা বিতরণ করেন।
বিভিন্ন সময়ে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ, প্রতিবন্ধীদের জন্য খাবার, ধূমপান ছেড়ে দেওয়া মানুষের জন্য উপহার, গরীব শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস বিতরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন পাখ পাখালির বাসস্থান গড়ে তোলাসহ নানারকম কাজ করছেন তিনি।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/