Site icon suprovatsatkhira.com

পানের বাজারে আগুন

নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটায় পানের দাম দিন দিন বেড়েই চলেছে। হঠাৎ দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে ক্রেতারা।
বাজার ঘুরে দেখা যায়, ১ পণ ভাল বড় পানের দাম ৩০০-৪০০ টাকা। আর একটু ছোট আকারের ১ পণ পানের দাম ৮০-১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অথছ কিছুদিন আগে ভাল ১ পণ মোটা পানের দাম ছিল ৪০-৫০ টাকা। পানের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় পান খাওয়া যাদের নিয়মিত নেশা বেশ কষ্টেই আছেন তারা।
কুমিরার পান ব্যবসায়ী দিলীপ কুমার জানান, এবছর বৃষ্টি কম হওয়ায়, ঘন কুয়াশা ও ছত্রাকের আক্রমণে পান চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে পানের দাম বৃদ্ধি হয়েছে।
নিয়মিত পান ক্রেতা নজরুল ইসলাম বলেন, এর আগে আমরা যে পান ৪০-৫০ টাকা পণ কিনতাম এখন তার দাম ৩০০-৩৫০ টাকা। তবে পানের দাম বৃদ্ধি পাওয়ায় যে সব পান চাষীদের পান নষ্ট হয়নি তারা বেশ লাভবান হচ্ছে। খুচরা পানের দোকানগুলোতে ছোটো পানের খিলি যা আগে ৫ টাকা বিক্রি হতো, তা এখন ১০ টাকা বিক্রি হচ্ছে। অনেকে আবার পানের দাম বৃদ্ধিতে খিলিপান বিক্রি বন্ধ করে দিচ্ছেন।
পাটকেলঘাটা বাজারের খিলি পান বিক্রেতা সুলতান আহম্মেদ বলেন, যে পান আগে ৬০-৭০ টাকা পণ দরে কিনেছি, সে পান এখন ৩৫০-৪০০ টাকা পণ দরে কিনতে হচ্ছে। এমন অবস্থা হয়েছে যে খিলি পান বিক্রি বন্ধ করে দেয়া ছাড়া উপায় নেই। শীতের প্রকোপে এবছর অতিরিক্ত পরিমান পান ঝরে যাওয়ায় পানের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version