Site icon suprovatsatkhira.com

পাটকেলঘাটা ফুটবল মাঠে জলাবদ্ধতা!

নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটা ফুটবল মাঠের চারপাশের ড্রেনে দীর্ঘদিন ময়লা আবর্জনা ফেলে রাখায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ছড়াচ্ছে দুর্গন্ধ।
সূত্র জানায়, ফুটবল মাঠের পূর্ব দিকের ড্রেনের উপর স্থানীয় ব্যবসায়ী, ভাড়াটিয়া ও বাড়ির মালিকরা প্রতিদিনের বর্জ্য ফেলেন। এতে ড্রেনের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। অন্যদিকে, মজুমদার ফিলিং স্টেশনের সামনের ড্রেনটি প্রায় ভরাট হতে চলেছে। ফলে মাঠে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
পথচারী আনন্দ মোহন মন্ডল, মফিজুর রহমান, রেজাউল করিম, মেহেদি হাসান, আব্দুল হালিম, সোহরাব হোসেনসহ অনেকে জানান, মাঠের পানি সরানোর ড্রেনটির উপর আশেপাশের বাসিন্দারা ময়লা স্তুপ করে রাখার কারণে বর্ষার পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমাদের ঐটুকু পথ যেতে গেলে গন্ধে পেট ফুলে যাওয়ার মত অবস্থা হয়।
স্থানীয় দোকানদার সোহরাব হোসেন, মেহেদী হাসান, আব্দুস সোবহান বলেন, এ ড্রেনে স্থানীয় মাংস বিক্রেতারা বর্জ্য ফেলেন। অপরদিকে কাঁচামাল ব্যবসায়ীরা, ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার ও স্থানীয় বাড়িওয়ালা প্রশান্ত সান্যাল, প্রদীপ কুমার, শিবু মন্ডলসহ আশপাশের বাসিন্দারা তাদের প্রতিদিনের বর্জ্য এই ড্রেনে ফেলে পরিবেশ নষ্ট করছে।
এ ব্যাপারে সরুলিয়া ইউপি চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মতিয়ার রহমান জানান, আমি মিটিং করে ইউপি সদস্যদের নিয়ে টিম করে দিয়েছি যাতে দ্রুত এ সমস্যার সমাধান করা যায়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version