ডেস্ক রিপোর্ট: উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় তালা উপজেলার কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম সোহেল রানাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮টার দিকে কুমিরার কদমতলায়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছেন, কুমিরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে নৌকার বিজয় মিছিল বের করা হয়। মিছিল নিয়ে কুমিরা অভিমুখে যাওয়ার সময় অতর্কিতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানার উপর হামলা চালানো হয়। এসময় সোহেল রানা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোলের অফিসে বসে ছিলেন। যুবলীগের অফিসও ভাংচুর করা হয়। এসময় আরো ২জন আহত হন। এরা হচ্ছেন ওয়ার্ড আ’লীগের সভাপতি আলাউদ্দীন, আ’লীগ নেতা কাইয়ুম। সোহেলকে পাটকেলঘাটা পপুলার ক্লিনিক থেকে স্থানান্তরিত করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপ্লব মন্ডল জানান, এ বিয়য়ে পাটকেলঘাটা থানায় এখনো কোন লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
পাটকেলঘাটায় উপজেলা নির্বাচনোত্তর সহিংসতা: কুমিরা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/