Site icon suprovatsatkhira.com

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: ইউএনও জুলিয়া সুকায়না

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে উল্লেখ করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও জুলিয়া সুকায়না বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুন্দর পরিবেশ বজায় থাকলে আশা করছি কমপক্ষে ৬০ থেকে ৭০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনি বলেন, নির্বাচনে বিজিবি, পুলিশ ও আনসারসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য নিয়োজিত থাকবে। প্রত্যেকটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। নির্বাচনে কোন প্রকার অনিয়ম করার সুযোগ থাকবে না।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে এ সব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ডা. মো. আব্দুল আউয়াল ও ওসি এমদাদুল হক শেখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version