পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আলোচনা সভা, স্মরণিকার মোড়ক উন্মোচন, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দখিনা’র পদক প্রদান ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিশ্ব বরেণ্য বিজ্ঞানী পি. সি রায়ের রাড়ুলীস্থ বসত বাড়িতে দখিনার সভাপতি অ্যাড. হেমন্ত সরকারের সভাপতিত্বে ও দখিনার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়র রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দখিনার প্রতিষ্ঠাতা ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. স.ম. বাবর আলী।
বিশেষ অতিথি ছিলেন, আব্দুল জব্বার মোল্যা, অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, গোপাল চন্দ্র ঘোষ, আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক গৌতম চন্দ্র ঘোষ, অঞ্জলী রাণী শীল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, দখিনার সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান খান পল্টু, ড. হারুনর রশিদ, কবি মুর্শিদা আক্তার রনি, প্রকৌশলী এস.এম. আমজাদ হোসেন, শাহিনা বাবর, উদযাপন কমিটির আহবায়ক এস.এম. মনোয়ার হোসেন লাভলু।
বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি আব্দুল আজিজ, অ্যাড. শফিকুল ইসলাম কচি, নরেশ গোলদার ও মুক্তা খাতুন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় অ্যাড. স.ম. বাবর আলী, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, নারী জাগরণে বিশেষ অবদান রাখায় কবি মুর্শিদা আক্তার রনি, শিক্ষায় বিশেষ অবদান রাখায় অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, গবেষণায় বিশেষ অবদান রাখায় ড. মো. হারুনর রশিদ, মানব কল্যাণে অবদান রাখায় ওয়াহিদুজ্জামান খান পল্টু, সমাজকল্যাণে অবদান রাখায় খুরশিদ আলম কাগজী, চিকিৎসা সেবায় অবদান রাখায় ডা. মুহাম্মদ কওসার আলী গাজীসহ ৯ ব্যক্তিকে দখিনা পদক প্রদান করা হয়।
পাইকগাছায় ৯ ব্যক্তিকে দখিনা পদক প্রদান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/