বেনাপোল প্রতিনিধি: শার্শার নাভারণে একটি মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে অন্তত ৭টি দোকান। প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে বেনাপোল ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টায় নাভারণ বাজারের মোরাদ হোসেন মার্কেটের গোডাউনে আগুন লাগে। এসময় যশোর-বেনাপোল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে নাভারণ বাজারে শার্শা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেনের মার্কেটে আগুন ধরে যায়। এসময় মার্কেটের ৫-৭ টি দোকান পুড়ে যায়।
মোরাদ হোসেন জানান, নিজের গোডাউনে থাকা বিভিন্ন কোম্পানির প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে। প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাবে না।
নাভারণ বাজারের মার্কেটে আগুন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/