ডেস্ক রিপোর্ট: জেলা ও জেলার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় নানা আয়োজনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলাব্যাপী শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, র্যালি, আলোচনা সভা, সৃজনশীল প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক-স্বেচ্ছাসেবী সংগঠন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বঙ্গবন্ধুর কারণেই আমরা স্বাধীন দেশে বাস করছি: এমপি জগলুল হায়দার
শ্যামনগর: আজকের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছে গোটা জাতি মানুষ। বঙ্গবন্ধুর জন্যই আজ আমরা লাল সবুজের পতাকা উড়াতে পারছি, স্বাধীন দেশে বাস করছি। আজ বঙ্গবন্ধু নেই, তবে তার কন্যা স্বাধীনতার মান অক্ষুণœ রেখেছেন নিজের জীবন বাজি রেখে।
মঙ্গলবার মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এসব কথা বলেন।
এর আগে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব (ডলি), উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ।
এসময় গোপালপুর স্মৃতিসৌধে মানুষের ঢল নামে।
পরে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন বিদ্যালয়ের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বারসিকের সহায়তায় এবং হিতৈষী রক্তদান সংস্থার আয়োজনে রক্তদান এবং রক্তের গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শ্যামনগরে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতায় কাশিমাড়ি চ্যাম্পিয়ন
শ্যামনগর: শ্যামনগর থানা পুলিশের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতায় কাশিমাড়ি কাবাডি দল চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে রমজাননগর কাবাডি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কাশিমাড়ি কাবাডি দল।
পরে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেনর সভাপতিত্বে এবং সেকেন্ড অফিসার এস আই রাজ কিশোর পাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে ওসি তদন্ত আনিসুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির, উপদেষ্টা আফজালুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, দপ্তর সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, শেখ আল মামুন, আব্দুর রহিম, সমাজ সেবক শেখ আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দেবহাটায় আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতায় কুলিয়া চ্যাম্পিয়ন
দেবহাটা (সদর) প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতায় দেবহাটা উপজেলা পর্যায়ে কুলিয়া ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় দেবহাটা থানার আয়োজনে দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে অংশ নেয় কুলিয়া ইউনিয়ন পরিষদ ও পারুলিয়া ইউনিয়ন পরিষদ। এতে পারুলিয়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে কুলিয়া ইউনিয়ন পরিষদ উপজেলা চ্যম্পিয়ান হওয়ার গৌরক অর্জন করে। পরে দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা।
মাদরায় মানব স্মৃতিসৌধ
মাগুরা (তালা): তালার মাদরায় স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে মানব স্মৃতিসৌধ তৈরি করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) মানব স্মৃতিসৌধ তৈরিতে অংশগ্রহণ করে পারমাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারমাদরা পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়, মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়, মাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিচায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে সকাল সাড়ে ৮টায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পারমাদরা স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষকা কবিতা রাণী রায়, সহকারি শিক্ষক দীপক গাইন, পারমাদরা পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ গাইন, মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন সরকার, মাদরা স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ রায়, বিচায়ন স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যরঞ্জন সরকার প্রমুখ।
মানিকহার দ্বি-মূখী দাখিল মাদরাসায় স্বাধীনতা দিবস পালন
ধানদিয়া প্রতিনিধি: পাটকেলঘাটার মানকিহার দ্বি-মূখী দাখিল মাদরাসায় স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি। উপস্থিত ছিলেন আরিফুল আমিন মিলন মাদ্রাসা সুপার মাওলানা ফজলুর রহমান, ইউপি সদস্য আব্দুল হান্নান, মুনজুর কাদির, শিক্ষক উলি উল্লাহ, আব্দুর রউফ, কামরুজ্জামান, ইসরাইল হোসেন, রাহেলা খাতুন, সিরাজুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মঈনুল আমিন মিঠু।
খলিষখালীতে স্বাধীনতা দিবস পালন
খলিষখালী প্রতিনিধি: তালার খলিষখালীতে স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) খলিষখালী কাশিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি ও ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শরিফুল ইসলাম, ইউপি সদস্য আব্দুস সবুর সরদার, মাদ্রাসার সুপার মাওলানা আাব্দুর রাজ্জাক, শিক্ষক মাওলানা আব্দুল ওয়াদুদ, ইলিয়াস উদ্দীন প্রমুখ।
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আলোচনা
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় একাডেমিক ইনচার্জ ড. এম.এম নজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মাকসুদুর রহমান।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষ্যে প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জি.এম জুলফিকার আব্দুল্লাহ, সামীমা ইসমত আরা, উম্মে হাবিবা, সিনিয়র সহকারী শিক্ষক মো. আনিছুর রহমান, সহকারী শিক্ষক মো. হাবিবুল্লাহ, মো. ওয়ালিউর রহমান, মনিরুজ্জামান, দিপাসিন্ধু তরফদার প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, ইয়াহিয়া ইকবাল, মো. সিরাজুল ইসলাম, মো. আবদুস ছবুর, গাজী মোমীন উদ্দিন, সহকারি শিক্ষক খান মাকসুদুর রহমান, কানাই লাল সমাদ্দার, হেমন্ত কুমার সরদার, বিভূতি রায় প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী হাসান আহমেদ আনন।
সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন
সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সোনালী ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারিদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরার সভাপতি মীর সাহাজাদ আলীর সভাপতিত্বে সোনালী ব্যাংকের সম্মেলন কক্ষে আলোচনা এক সভা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি
কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
কালিগঞ্জ: কালিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
২৬ মার্চ (মঙ্গলবার) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা এবং সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৭টায় বিজয়স্তম্ভে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।
উপজেলা পরিষদ মাঠে সকাল ৮টায় একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে একই স্থানে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে শিক্ষার্থী সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় উপজেলা লেডিস ক্লাব চত্বরে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেল ৫টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সমন্বয়ে সূধি একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।
সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আলোচনা
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখা’র উদ্যোগে সংগঠনের কার্যালয়ে ডা. সুশান্ত ঘোষের সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ দেশপ্রেম, গর্বিত আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধে লাখো শহিদের জীবন উৎসর্গের ইতিহাস বর্ণনা করে গুরুত্বপূর্ণ আলোচনা ও স্মৃতিকথা ব্যক্ত করেন প্রফেসর আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, কাজী আবু হেলাল, শহীদুর রহমান, প্রফেসর ভূধর চন্দ্র সরকার, আব্দুল হামিদ ডিএস (অব.), তৃপ্তি মোহন মল্লিক, দিলীপ চক্রবর্তী, দাউদ সরদার, আব্দুর রশিদ প্রমুখ। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়র আবেদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি
ক্ষুধা-দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে আশাশুনিতে ছাত্রলীগের স্বাধীনতা দিবস উদযাপন
আশাশুনি: ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার দৃপ্ত অঙ্গীঁকার নিয়ে আশাশুনিতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করেছে উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে শহিদ স্মৃতিসৌধে আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে মাল্যদান শেষে জনতা ব্যাংক মোড়ের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টায় দলীয় অস্থায়ী কার্যালয়ে মহান স্বাধীনতা দিবসে ‘মুক্তিযুদ্ধ ও ছাত্রলীগ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন।
যুগ্ম সম্পাদক মিজানুর ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হুসাইন, ছাত্রনেতা রাজু, তারিক, রায়হান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মণিরামপুরে মহান স্বাধীনতা দিবস পালিত
মণিরামপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মণিরামপুর হাজরাকাটি আহমদিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। ম্যানেজিং কমিটির অর্থায়নে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টায় ম্যানেজিং কমিটির সভাপতি মো. রফিকুর ইসলামের সভাপতিত্বে মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান আবুল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সুপার মওলানা আব্দুল সামাদ, ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্দুল ওয়াদুদ, মো. মুজিবুর রহমান, আব্দুল কাদের প্রমুখ।
মণিরামপুরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
মঙ্গলবার (২৬ মার্চ) দিনব্যাপী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম ইউনুস আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, সদস্য আব্দুর রশীদ, এলাকার সুধি সমাজসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারিবৃন্দ।
শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের র্যালি
বুড়িগোয়ালিনী: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গোপালপুর শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাতটায় শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলনের নেতৃত্বে র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, নব-নির্বাচিত ভাইস চেয়াাারম্যান সাঈদ উজ জামান সাঈদ, নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান জি.এম শোকর আলী, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা বাংলা, সহ-সভাপতি আব্দুর রশিদ গাইন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল প্রমুখ।
বল্লীর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন
বল্লী: বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সদর উপজেলার বল্লী ইউনিয়নের ৪৯নং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে বিভিন্ন কর্মসূচি শুরু হয়।
সকাল ১০ টায় বিদ্যালয় ম্যানেজিং কামিটির সভাপতি নূরুল আমিন সরদারের সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে র্যালি, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কামিটির সহ-সভাপতি আব্দুল জলিল, সদস্য আসাদুল ইসলাম, প্রধান শিক্ষক ফতেমা খানম, সহকারী শিক্ষক শহীদুজ্জামান পলাশ, মীর আবুল কালাম আজাদ প্রমুখ।
আশাশুনিতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত
আশাশুনি: ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত টেকসই উন্নয়নের বাংলাদেশ গড়ার অঙ্গীঁকারে আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারিসহ সকল ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভোর সাড়ে ৬টায় শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠন, আশাশুনি প্রেসক্লাব, সদর ইউনিয়ন পরিষদ, আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি মহিলা কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি শিক্ষক পরিষদ, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, স্বাধীনতা শিক্ষক পরিষদ, চলমান সংঘ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন।
সকাল সাড়ে ৮টায় আশাশুনি হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ। সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের পরিচালনায় আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকালে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দেবহাটায় স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
দেবহাটা: মহান স্বাধীনতা দিবসে দেবহাটায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ সহবিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, কৃষি কর্মকর্তা জসীমউদ্দীন, শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগ: দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, সহ-সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা।
দেবহাটা থানা: দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম, এসআই হেকমত আলী, এসআই জসীম, এসআই লিটন, এএসআই জুয়েল সহ দেবহাটা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
যুবলীগ: উপজেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সহ-সভাপতি শেখ তাজুল ইসলাম, সাধারন সম্পাদক বিজয় ঘোষ, সাংগঠনিক সম্পাদক ও কুলিয়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, দেবহাটা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন সিরাজ, সাধারণ সম্পাদক হালিম মোস্তফা, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মহব্বত আলী, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান বর, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ যুবলীগের নেতাকর্মীরা।
ছাত্রলীগ: উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ শাখার সভাপতি ফয়জুল্লাহ, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নাজমুল হুদাসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বিএনপি: শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির সহ-সভাপতি মহিউদ্দীন সিদ্দীকি ও দেবহাটা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, সাবেক ছাত্রদলের সাবেক সভাপতি এবাদুল ইসলাম, কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম হোসেন, যুবদল নেতা বাচ্চু, হাসান শারাফী, ছাত্রদল নেতা ডালিম, আলতাফ হোসেন, ফরহাদ হোসেন সবুজ, আব্দুর রহমান, বিকাশ প্রমুখ।
ঈদগাহ হাট-বাজার: স্বাধীনতা দিবসে ঈদগাহ হাট-বাজার দোকান ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় ঈদগাহ শহীদ মিনারে হাট-বাজার দোকান ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক আব্দুর রব লিটুর নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি কে এম রেজাউল করিম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর কে বাপ্পা, যুগ্ম-সম্পাদক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, আওয়ামী লীগ নেতা গৌর চন্দ্র ঘোষ, সদস্য ডাক্তার নজরুল ইসলাম, আবু দাউদ, স্থানীয় দোকানদার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন খোকন, আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, সাদ্দাম হোসেনসহ বিভিন্ন দোকান ব্যবসায়ীরা।
পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজে স্বাধীনতা দিবস পালন
পাটকেলঘাটা: পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মাচ) সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনোত্তর শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক হাবিবুর রহমান, আব্দুল মালেক শেখ, সুব্রত কুমার দাশ, ফকির আহমদ শাহ, আব্দুল গফফার, সরদার নুরুল ইসলাম, নাজমুল হক, লক্ষী রানী দাশ প্রমুখ।
মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন
পাটকেলঘাটার মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সহকারি শিক্ষিকা রোজিনা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষিকা রোখসানা আক্তার, আতাউর রহমান, পপি ঘোষ, খাদিজা সুলতানা, রমা রাণী কর্মকার, রায়হান শেখ, রেজাউল ইসলাম, মিলন কুমার ঘোষ, শিক্ষার্থী নীলাঞ্জনা পাল, খাদিজা, অম্বিকা, জয় ঘোষ, ফারহান রহমান প্রমুখ।
পাটকেলঘাটা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির স্বাধীনতা দিবস
পাটকেলঘাটায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮টায় পাটকেলঘাটাস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির সভাপতি ডা. হাদিউজ্জামান হাদির সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ডা. আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা প্রভাষক ডা. নাজমুল হক, সাধারণ সম্পদাক ডা. রেজওয়ানউল্লাহ, ধানদিয়া সভাপতি ডা. ইবাদুল ইসলাম, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার, নগরঘাটার জগদীশ সানা, সরুলিয়ার ডা. অরুণ কুমার কর, ডা. কোমল কুমার দাশ, ডা. আলাউদ্দীন, ডা. জামালউদ্দীন, গিয়াসউদ্দীন, ডা. খায়রুল আলম সবুজ প্রমুখ।
পাটকেলঘাটায় পল্লী বিদ্যুৎ সমিতির স্বাধীনতা দিবস পালন
পাটকেলঘাটায় সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮টায় সমিতির এলাকা পরিচালক সায়দুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির জিএম সন্তোষ কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন, ডিজিএম জিয়াউর রহমান, পঙ্কজ শিকদার, মাসুম আহম্মেদ, এজিএম রফিকুল ইসলাম, পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের ইংরেজী প্রভাষক সাংবাদিক নাজমুল হক প্রমুখ।
পাটকেলঘাটা আল ফারুক আদর্শ একাডেমীতে স্বাধীনতা দিবস পালন
পাটকেলঘাটা আল ফারুক আদর্শ একাডেমীতে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টায় একাডেমীর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. আলাউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, একাডেমীর অধ্যক্ষ আব্দুল হালিম, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা শেখ হাসানুজ্জামান পানাœা, অধ্যাপক ইদ্রিস আলী, অধ্যাপক নাজমুল হক, শিক্ষক হাফিজুর রহমান, মোসলেম উদ্দীন, মাহমুদা সাঈদ, আব্দুস সেলিম প্রমুখ।
ধানদিয়া স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জয়নগর (কলারোয়া): মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ধানদিয়া ইউনিয়ন ইনিস্টিটিউশনে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমানের সভাপতিত্বে সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিক্ষক নারায়ন চন্দ্র।
এসময় দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে সন্ধ্যা থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাগআঁচড়া ও কায়বায় মহান স্বাধীনতা দিবস পালন
শার্শা: শার্শার বাগআঁচড়া ও কায়বায় উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি পালনে বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ মুক্তিযোদ্ধা কমান্ডের যৌথ উদ্যোগে ও বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব হোসেন বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, জোহরা মেডিকেলের পরিচালক ডা. হাবিবুর রহমান হাবীব, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান টুটুল, বাগআঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু, বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান প্রমুখ।
এদিকে কায়বা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে একটি র্যালি বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মদ টিংকু, সাবেক সভাপতি শেখ সহিদুল, উপজেলা ছাত্রলীগের নেতা শিপলু, আকিব জাভেদ শুভ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মাসুদ রানা চঞ্চল, সাধারণ সম্পাদক মিলটন হাসান প্রমুখ।
কলারোয়ায় ২৫০ শিশুকে খাদ্য পরিবেশন
কলারোয়া: কলারোয়ায় শহিদদের মাগফেরাত কামনায় ২৫০ শিশুকে খাদ্য পরিবেশন করে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দিনব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়।
এদিকে, সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। সকালে উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে দামোদরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীকে খাদ্য পরিবেশন করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে কলারোয়াবাসীর প্রতি লিখিত ভাষণ দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ। আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান। পরে উপজেলা অফিসার্স ক্লাবে শিশুদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগিতা।
পরে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম। ইউএনও আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মাস্টার, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এমএ ফারুক ও পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শোভা রায়।
দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
দেবহাটা (সদর): দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৫ মার্চ কালো রাতে প্রেসক্লাবে মোমবাতি প্রজ¦লন করা হয়।
এছাড়া ২৬ মার্চ সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসনের সাথে একযোগে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১০টায় দেবহাটা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম বাপ্পার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, যুগ্ম সম্পাদক নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কেএম রেজাউল করিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরাফাত হোসেন লিটন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এমএ মামুন, অধ্যাপক ইয়াসিন আলী, আব্দুল আলিম মিঠু, জিএম আব্বাস উদ্দীন, মোসলেম আলী প্রমুখ।