জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উপলক্ষ্যে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড ইঞ্জিয়ারিং বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. নরুন্নবী মোল¬্যা।
অনুষ্ঠানে তিনি বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। যার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। সুতারাং নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আর্দশে আর্দশিত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিয়ারিং বিভাগের কো- অ্যাডভাইজর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রক এস এম মনিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশিকউদ্দীন মো. মারুফ, আইন বিভাগের বিভাগীয় প্রধান রাজীব হাসনাত শাকিল ও আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান সরদার শাকিল আহম্মেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. আব্দুল মতিন। অনুষ্ঠান পরিচালনা করেন, ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মাসুম মরতাজা। প্রেস বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/