ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় উৎসবমুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে উপজেলার ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ১৭হাজার ৯শ ২৪জন ভোটার ও ২৫টি দাখিল মাদ্রাসায় ৪হাজার ৫শ ৬৮জন ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষার্থীদের ভোটে ষষ্ঠ থেকে দশম শ্রেণির মধ্যে ৫জন ও সর্বোচ্চ ভোট প্রাপ্ত ৩জন প্রার্থীসহ সর্বমোট ৮জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
ঝিকরগাছার অন্যান্য বিদ্যালয়ের ন্যায় দিগদানা খোশাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিদর্শন করেন বিদ্যালয়ের সভাপতি হবিবর সরদার, এডহক কমিটির অভিভাবক সদস্য আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায় ও অন্যান্য শিক্ষকম-লী। বিদ্যালয়ের সহকারি শিক্ষক অমল কুমার জানান, উৎসবমুখর পরিবেশে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ঝিকরগাছার দিগদানায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/