ফাহাদ হোসেন: আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার ৫৯৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৯৭টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশের বিশেষ শাখা। এসব ঝুকিপূর্ণ কেন্দ্রসহ সর্বত্র সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, সাতক্ষীরা সদর উপজেলায় ১শ ৩৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ১শ ২৩টি ঝুকিপূর্ণ। এছাড়া তালা উপজেলার ৯২টি কেন্দ্রের মধ্যে ৪৬টি ঝুকিপূর্ণ, কলারোয়া উপজেলার ৭৫টি কেন্দ্রের মধ্যে ৬৫টি ঝুকিপূর্ণ, দেবহাটা উপজেলার ৪০টি কেন্দ্রের মধ্যে ২০টি ঝুকিপূর্ণ, আশাশুনি উপজেলার ৮৫টি কেন্দ্রের মধ্যে ৬৯টি কেন্দ্র ঝুকিপূর্ণ, কালিগঞ্জ উপজেলার ৭৮টি কেন্দ্রের মধ্যে ৫২টি ও শ্যামনগর উপজেলার ৮৯টি কেন্দ্রের মধ্যে ৫৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সূত্র জানায়, ঝুকিপূর্ণ এসব কেন্দ্রে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। এছাড়াও মোবাইল টিম সবসময় প্রস্তুত থাকবে। সর্বমোট এক হাজার ছয়শ পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান জানান, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে নির্বাচন বিধি অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রত্যেক উপজেলায় নির্বাচনী দায়িত্বে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আশাকরি জনগণ নির্বিঘেœ ভোট দিতে পারবে।
জেলার ৫৯৭টি কেন্দ্রের মধ্যে ৪২৯টিই ঝুঁকিপূর্ণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/