Site icon suprovatsatkhira.com

চৌগাছায় ঋণ পরিশোধ করতে না পেরে ভ্যান চালকের আত্মহত্যা

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় এনজিও’র ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে বিকাশ অধিকারী (৪০) নামে এক ভ্যান চালক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। শনিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে তিনি আত্মহত্যা করেন। বিকাশ যশোর সদর উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা। বিবাহ সূত্রে চৌগাছার ধুলিয়ানি বাজারের পাশে থাকতেন।
তার স্ত্রী পারুল অধিকারী বলেন, আমাদের গ্রামীণ ব্যাংক, আরআরএফ, আশাসহ কয়েকটি এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নেয়া ছিল। শনিবার সকালে একটি এনজিওর কর্মীরা বাড়িতে এসে কিস্তি দিতে না পারায় খুব বকাঝকা করে। কোন এনজিওর তা আমি চিনতে পারিনি। এনজিও কর্মীরা চলে গেলেই আমার স্বামী বিষপান করে। পরে স্থানীয়দের সহায়তায় চৌগাছা হাসপাতালে আনলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আওরঙ্গজেব বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version