যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় রোববার দিবাগত রাতে চুলোর আগুনে পুড়ে দুই হোটেলের (মিষ্টান্ন ভান্ডার) ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাজারের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান।
জানা যায়, শহরের মহেশপুর সড়কের হোটেল লাকি সুইট থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে হোটেল লাকি সুইটের আসবাবপত্রসহ হোটেলে রক্ষিত ১০ বস্তা চিনি, ময়দা, ঢেউটিনসহ পুরো হোটেল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে দুই লক্ষাধিক টাকার। আর আলম মিষ্টান্ন ভাণ্ডারের ক্ষতি হয়েছে অর্ধলক্ষাধিক টাকার।
ঘটনা জানতে পেরে সোমবার সকালেই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইবাদত হোসেন, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান এ্যাডমিরাল ও যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান শিমুলসহ নেতৃবৃন্দ ওই স্থান পরিদর্শন করেন।
ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আজিজুর রহমান অ্যাডমিরাল বলেন, আগুনে অল্পের জন্য বাজারের একাংশের দোকানগুলি অনেক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
হোটেল লাকি সুইটের সত্বাধিকারী মশিয়ার রহমান জানান, রোববার দিবাগত রাত দশটার দিকে হোটেল বন্ধ করে বাড়ি চলে যাই। পরে আনুমানিক রাত বারোটার দিকে আগুনে পুড়ে আমার হোটেলের দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গিয়েছে। তিনি বলেন অনুমান করছি হোটেলের চুলা থেকেই আগুনের শুরু হয়েছে।
চৌগাছায় আগুনে পুড়লো দুই হোটেল
https://www.facebook.com/dailysuprovatsatkhira/