Site icon suprovatsatkhira.com

চৌগাছার ৫ ইটভাটাকে ১৮ লক্ষ টাকা জরিমানা, ভেঙে দেয়া হলো তিনটি

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছার পাচঁটি ইট ভাটায় অভিযান চালিয়ে নগদ ১৭ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় একটি ভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়। আর অপর দুটি ভাটা আংশিক ভেঙে দেয়া হয়েঠে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এসব ভাটায় অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহাম্মেদ।
সম্পূর্ণ ভেঙে দেয়া ইটভাটা হলো উপজেলার কমলাপুর মোড়ের এইচএম হাওয়া ব্রিকস এবং আংশিক ভেঙে দেয়া ভাটা দুটি হলো কমলাপুর মোড়ের এমডব্লিউইউ ব্রিকস ও টেঙ্গুরপুর মোড়ের সরদার ব্রিকস। এছাড়া পেটভরার রাজ মল্লিক হাওয়া ব্রিকসকে ৩ লক্ষ টাকা, কমলাপুর মোড়ের এমডব্লিউইউ হাওয়া ব্রিকসকে ৪ লক্ষ টাকা, টেঙ্গুরপুর মোড়ের সরদার হাওয়া ব্রিকসকে ৫ লক্ষ টাকা, কমলাপুর মোড়ের কাশেম হাওয়া ব্রিকসকে ১ লাখ ৯৫ হাজার টাকা এবং চাঁদপুরের এমডব্লিউইউ হাওয়া ব্রিকসকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহাম্মেদ জানান, জরিমানার টাকা নগদে আদায় করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহাম্মেদ এবং উপ-পরিচালক নাজমুল হুদার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version