Site icon suprovatsatkhira.com

চিকিৎসা খরচসহ প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছে না সড়ক দুর্ঘটনায় আহত নিপা

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় জিপের চাপায় পা হারানো মেধাবী স্কুল ছাত্রী নিপাকে প্রশাসন থেকে উল্লেখ্যযোগ্য সহযোগিতা করা হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার চিকিৎসা খরচসহ সকল সহযোগিতার আশ্বাস দিলেও ভুক্তভোগী পরিবারটিকে উল্লখ্যযোগ্য কোন আর্থিক সহযোগিতা না পেয়ে নিরুপায় হয়ে পড়েছে। আর চালককেও এখনো পর্যন্ত পুলিশ আটক করতে পারেনি বলেও জানালেন নিপার বাবা আনারুল ইসলাম।
তিনি জানান, তার মেয়ে নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির একজন মেধাবী ছাত্রী। সম্প্রতি সে পঞ্চম শ্রেণিতে মেধাবৃত্তির ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। মেয়েকে নিয়ে তিনি চারদিকে ধুয়াশা দেখছেন। অনেক আশা ছিল মেয়েকে ডাক্তার বানাবেন। এখন সেই স্বপ্ন পূরণ করাতো কঠিন ব্যাপার উপরন্তু মেয়েটি সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা এ চিন্তায় তার ঘুম-খাওয়া নেই।
নিপার বাবা আরও বলেন, আমি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্বল্প বেতনে চাকরি করি। পরিবারের তেমন সম্পদও নেই। আমার পক্ষে উন্নত চিকিৎসার টাকা জোগাড় করা কঠিন। ঘটনার দিন জেলা প্রশাসক নিজে ও নাভারনে শিক্ষার্থীদের এক মানববন্ধনে শার্শা নির্বাহী কর্মকর্তা প্রশাসনের পক্ষ থেকে সকল চিকিৎসাসহ ও আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন। কিন্তু ঘটনার সাতদিন পার হলেও তারা সেই অর্থে আর্থিক সহযোগিতা পাননি বলে জানালেন তিনি।
তিনি বলেন, জেলা প্রশাসন থেকে মাত্র দশ হাজার টাকা দেয়া হয়েছে। এখন পর্যন্ত খরচ হয়েছে ১ লাখ টাকা। কৃত্রিম পা লাগিয়ে সম্পূর্ণ সুস্থ হতে ১০ থেকে ১২ লাখ টাকা প্রয়োজন হবে বলে ডাক্তাররা জানিয়েছেন। পরিবার, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সহযোগিতায় তার মেয়ের চিকিৎসা করা হচ্ছে। আমার মেয়ের ক্ষতি কোনভাবেই পূরণ করা সম্ভব নয়। উন্নত চিকিৎসার মাধ্যমে কৃত্রিম পা লাগিয়ে মেয়ে আবারো স্কুলে ফিরিয়ে আনতে তিনি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। তাহলে মেয়েটি কারো বোঝা হয়ে থাকবে না। লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হতে পারবে।
নিপার বাবা আনারুল ইসলাম আরো বলেন, মেয়েটি যেন সমাজের বোঝা না হয়। সেই জন্য প্রশাসনের কাছে উন্নত চিকিৎসা ও চালককে উপযুক্ত শাস্তি দেয়ার দাবি করেন। তিনি নিজে মাস্টার্স পাশ।
এ ব্যাপারে শার্শা উপজেলা নিবার্হী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, নিপাকে প্রশাসন থেকে ১০ হাজার টাকা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে তদারকি করা হচ্ছে। জেলা প্রশাসক নিজে তাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন। চালককে আটক করতে শার্শা থানা পুলিশ চেষ্টা চালাচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version