ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনার খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলার মাত্তমডাঙ্গা খুলনা এসেনসিয়াল ল্যাটেক্রো প্লান্টের চার দফা দাবিতে মহাসড়কে মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১১টায় ফ্যাক্টরীর গেটের সামনে খুলনা-যশোর মহাসড়কে আটরা গিলাতলা ইউনিয়ন ল্যাটেক্রো সর্ব দলীয় আন্দোলন সংগ্রাম কমিটির উদ্যোগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন কর্মসূচি পালন হয়। গিলাতলা ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের চাকুরীতে শতকরা ৭০% কোটা নিশ্চিত, এসেনসিয়াল ল্যাটেক্রো প্লান্টকে সম্প্রসারণ করা, বহিরাগত শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা করা এবং কর্মকর্তা, হ্যান্ড গ্লোবস কারখানা ও প্যাকেজিং কারখানার নতুন ইউনিট চালু এবং কর্মচারীদের আবাসনের ব্যবস্থার দাবিতে সর্বদলীয় দাবি আদায় সংগ্রাম কমিটির আহবায়ক ও ইউনিয়নের চেয়াম্যান শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোল্যা আব্দুস সাত্তারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন, শ্রমিক নেতা শেখ আনছার আলী, কাউন্সিলর সাইফুল ইসলাম, আব্দুল হক, ইউপি সদস্য হুমায়ুন কবির, সাবেক ইউপি সদস্য বখতিয়ার, হোসনে আরা, জনি ঊাবুল হোসেন, লিটন, রাসেল, নাজমুল হক অয়ন, বিল্লাল, এফতেখার আলম মিঠু, সিদ্দিকুর রহমান, বাবুল আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনতিবিলম্ব চার দফার দাবি মেনে নেওয়া না হলে আটরা গিলাতলার খুলনা এসেনসিয়াল ল্যাটেক্রো সর্বদলীয় আন্দোলন সংগ্রাম কমিটি রাজপথ-রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেন।
গিলাতলার ল্যাটেক্রো আন্দোলন সংগ্রাম কমিটির মহাসড়কে মানববন্ধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/