মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের খেদাপাড়া ইউপি’র উপ-নির্বাচনে পরাজিত প্রার্থীর এক কর্মীর উপর হামলা চালিয়ে জখম করেছে বিজয়ী প্রার্থীর লোকজন। একই সাথে বিভিন্ন এলাকায় নৌকার কর্মী-সমর্থকদের নানা ধরনের হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে।
উপনির্বাচনে পরাজিত প্রার্থী আব্দুল আলীম জিন্নাহ অভিযোগ করে বলেন, গত শুক্রবার বিকেলে তার কর্মী খড়িঞ্চি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাজা হোসেনকে মারপিট করা হয়েছে। এছাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার কর্মীদের খোঁজা হচ্ছে এবং নাম ধরে প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে।
এ ঘটনায় আব্দুল আলীম জিন্নাহ জানান, তিনি আইনের আশ্রয় নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ ব্যাপারে জানতে চাইলে বিজয়ী প্রার্থী এস এম আব্দুল হক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোন হামলা হয়নি। তিনি শুনেছেন মারপিটের শিকার রাজা ও কামরুল তারা চাচা-ভাইপো, পারিবারিক ঘটনায় তাদের মধ্যে মারামারি হয়েছে।
খেদাপাড়া ইউপি’র উপ-নির্বাচনে পরাজিত প্রার্থীর কর্মীর উপর হামলার অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/