Site icon suprovatsatkhira.com

খুলনার যোগিপোল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত জনগণের আস্থা অর্জন করেছে ১১৮ নথিভুক্ত মামলার ১১২টি নিষ্পত্তি

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলার যোগিপোল ইউনিয়নের গ্রাম আদালত জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। ইউনিয়নের ছোট খাটো অপরাধ স্থানীয় পর্যায়ে শুনানীর শেষে অল্প সময়ে সমাধান করায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাম আদালত।
সূত্র জানায়, সরকারের গেজেট অনুযায়ী ২০১৭ সালে এপ্রিল মাসে ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম শুরু হয়। ইউনিয়নের বাসিন্দাদের লঘু অপরাধ ইউনিয়ের অভ্যন্তরে স্থাপিত গ্রাম আদালতে জন প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উভয় পক্ষের সিলেকশনকৃত প্রতিনিধিদের নিয়ে সমাধান দিয়ে গ্রামের সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। শুরু থেকে গত ফেব্রয়ারি মাস পর্যন্ত এই গ্রাম আদালতে মোট ১১৮টি মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ১১২টি নিষ্পত্তি হয়েছে। বাকি ছয়টি মামলার বিচারকার্য চলমান রয়েছে। গ্রাম আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্ট ভুক্তভোগীদের ১৫ লক্ষ ৬৯ হাজার ৭৫০টাকা প্রদানের সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থার মাধ্যমে ভুক্তোভোগীদের আদায় করে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয়।
এ ব্যাপারে যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান বলেন, সরকারের গেজেটভুক্ত গ্রাম আদালতের সুফল ইতোমধ্যে জনগণ ভোগ করতে শুরু করেছেন। আদালতের উপর থেকে চাপ কমাতে এবং বিভিন্ন জটিলতা থেকে সমাজের ছোটখাটো অপরাধ স্থানীয় গ্রাম আদালতে সমাধান করে দেওয়ায় আদালতের উপর থেকে কিছুটা হলেও মামলার চাপ কমছে। এতে করে ভুক্তভোগী উভয় পক্ষ তাদের কাংখিত বিচার পাওয়ায় এই ইউনিয়নের গ্রাম আদালত এখন জনপ্রিয় হয়ে উঠেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version