কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন, ভাইস চেয়ারম্যান পদে তিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ভাইস চেয়ারম্যান পদে চার জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটর্নিং অফিসার।
বুধবার (৬ মার্চ) সকালে যশোর জেলা নির্বাচন অফিসে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। সেখানে যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার হুমায়ূন কবির উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত এইচএম আমির হোসেন, স্বতন্ত্র প্রার্থী কাজী রফিকুল ইসলাম ও জাতীয় পার্টি মনোনীত হাবিবুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক সাঈদুর রহমান গাজী সাঈদ, ছাত্রলীগের পলাশ মল্লিক ও হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা সাদেক ও রাবেয়া খাতুনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন। ভাইস চেয়ারম্যান পদে আব্দুল লতিফ রানা, কবির হোসেন, মশিয়ার দফাদার ও মাহাবুর রহমান উজ্জ্বলের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটর্নিং অফিসার।
কেশবপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, ৪ জনের বাতিল
https://www.facebook.com/dailysuprovatsatkhira/