ইউনুস আলী, নেংগুড়াহাট (মণিরামপুর): আন্তর্জাতিক সাহিত্য স্বর্ণপদক প্রাপ্ত, দুই বাংলার অন্যতম কবি ও মধুসূদন গবেষক মণিরামপুরের কৃতি সন্তান কবি সন্তোষ কুমার দত্ত বাংলা কাব্য সাহিত্যে বিশেষ অবদান রাখায় কাব্যচাষী উপাধি লাভ করেছেন। সম্প্রতি রংপুর জেলার গংগাচড়া উপজেলাধীন শেরপুর পুটিমারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ কাব্য চন্দ্রিকা সাহিত্য একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত ৫ম উত্তরবঙ্গ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে কবি সন্তোষ কুমার দত্তকে এই উপাধি দেওয়া হয়।
বিশিষ্ট সমাজসেবক মো. মোহাইমিন ইসলাম মারুফের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুরের বিশিষ্ট কবি ও শিল্পপতি দিলরুবা শাহাদৎ। প্রধান আলোচক ও বিশেষ অতিথি ছিলেন, মাইকেল মধুসূদন একাডেমি ঢাকার মহাপরিচালক, সাহিত্যরতœ কবি সন্তোষ কুমার দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন, ভারতীয় কবি, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক রোপ আক্তার আহমেদ, কবি পবিত্র মহন্ত জীবন, তিতাস চন্দ্র গোস্বামী, শরীফুল ইসলাম ভেলু, নলীন্দ্রনাথ বিশ্বাস, সাংবাদিক সেলিম আহমেদ, কবি আব্দুল গফফার, আদিল ফকির, শশধর চন্দ্র রায়, বাদল রহমান, আবুল কাসেম, ইতয়বুর রহমান বাবু, শাহাবুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, সুনীতি রাণী সরকার, শাপলা মোহন্ত, স্বপ্না সরকার, কণ্ঠ শিল্পী নদীয়া কিশোর রায় প্রমুখ। এছাড়াও এই সম্মেলনে দেশ-বিদেশের বহু কবি, সাহিত্যিক, শিল্পী, টেলিভিশন, রেডিও ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কবি সন্তোষ কুমার দত্ত যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতি সন্তান ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের একজন শিক্ষক।
কাব্যচাষী উপাধি পেলেন মণিরামপুরের কবি সন্তোষ কুমার দত্ত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/