Site icon suprovatsatkhira.com

কবিতা: ১৭ মার্চ

১৯২০ সালের ১৭ মার্চ
ইতিহাসের পাতায় লেখা,
যে দিনেতে টুঙ্গিপাড়ায়
জন্ম নিলেন এক খোকা।
পিতা- শেখ লুৎফর রহমান
মাতা-সায়রা খাতুন,
এই দুনিয়ায় এলেন যিনি
এই দিনেতেই নতুন।
সার্থক জন্ম বসন্ত ঋতুতে
ঋতুসেরা ঋতুরাজ,
প্রকৃতিতে ছিলো বুঝি
নানা রকম সাজ।
কাননে কাননে পুষ্প সম্ভার
যেন থোকা থোকা,
এমন দিনেই জন্ম নিলেন
শেখ মুজিবুর রহমান ওরফে খোকা।
১৭ মার্চ এলেই স্মরি
সেই ছেলেটির কথা,
স্বাধীনতাসহ নানা সংগ্রামে
যিনি আদায় করেছিলেন দাবি যথা।
সেই ছেলেটিই বঙ্গবন্ধু
মহৎ গুণিজন,
সম্মান দিলো সেই ছেলেটির
বিশ্ব সুধিজন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version