Site icon suprovatsatkhira.com

কবিতা: সেই ভয়াল ২৫ মার্চ

১৯৭১-এর গণহত্যা দিবস
সেই ভয়াল ২৫ মার্চ,
বাঙালিবাক রুধিতে পাকিস্তান
চালিয়েছিলো অপারেশন লাইট সার্চ।
করেছিলো তারা বাঙালি সনে
নানান ভনিতা,
রক্ষা পায়নিকো শিশু-কিশোর
আবালবৃদ্ধ বণিতা।
বর্বর হানাদারের চিন্তনে ছিলো
সেই বিভীষিকাময় রাত,
অত্যাধুনিক অস্ত্রে, নোংরা খেলাতে
মেতেছিলো সারারাত।
অভিযান আদিতে যিনি গ্রেফতার হলেন
তিনি শেখ মুজিবুর রহমান,
রাস্তায় রাস্তায় লাশের মিছিল
রক্তস্রোত শবে ছিলো প্রবাহমান।
জ্বালালো কতো ঘরবাড়ি, দোকান
নিলো সম্পদ লুটে,
ধ্বংস নেশায় মাততে মাততে
লাথি মেরেছিলো জুতা বুটে।
ট্যাঙ্ক-মর্টারের গোলায়, আগুনের লেলিহান শিখায়
হয়ে উঠলো নগরী বিভীষিকাময়,
এমন ইতিহাস ঘটেনিকো কখনো
সারা বিশ্বময়।
প্রমত্ত ঘাতক হানাদার বাহিনী
রক্তহলি খেলেছিলো জানি,
সেই রাতেতেই লক্ষ মানবের
ঘটেছিলো প্রাণ হানি।
রাস্তায় রাস্তায় রইলো পড়ে
মরা মানবের শব,
শকুন তাড়িত শ্মশান ভূমি এদেশে
ভেসেছিলো বাতাসে কতো আহাজারি রব।
২৫ মার্চের ভয়াল ইতিহাস
স্মৃতিপটে ভাসে,
এ হেন স্মৃতি কোন জাতিজীবনে
না যেন ফিরে আসে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version