Site icon suprovatsatkhira.com

কবিতা: সম্প্রীতির বাংলাদেশ

চাপাতির আঘাতে নিষ্ঠুর হত্যার বলি বাংলাদেশ প্রিয় মৃত্তিকা
শান্তিকামী জনতা তা একদিন রুখবেই।
একটি সাদা কাগজের ওপর ছোট্ট একটি কালো দাগ
কাগজের সাদা অংশটি বিবেচনায় না এনে
কালো দাগটি নিয়েই কথা বলা মতলববাজদের কাজ
ওরা শান্তি চায় না।
ফায়দাতন্ত্রে বশীভূত বিক্রীতজন হাজার বছরের
সম্প্রীতি ভুলে চালে দলদাসের খেলা
শুরু হয় অদৃশ্য সাপের ছোবল
চলে জঙ্গিদের কোপাকুপি
উফ! আমরা নিদারুণ জ¦ালায় জ¦লছি।
এই স্বদেশতো কখনো এমন ছিল না
হায়! আমাদের মূল্যবোধ, সম্ভ্রম বিপরীতমুখী চলছে
আমরাতো মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এক সমান
প্রত্যেকেই পরের তরে সম্প্রীতির বাংলাদেশ
ঘৃণা নেই সহিংসতা নেই, নেই কোন হিংসাত্বত্তের বীজ,
বায়আত নিয়েছি আকাশের কাছে শেষ হওয়া দিগন্ত ছুঁয়ে
উদারতায় আলোকবর্ষের হাতছানিতে
স্বাধীনতার মন্ত্রে উড়েছি বিপ্লবের নেশায়।
ভালোবাসো এবং ভালোবাসো আমাকে ভালোবাসতে দিও।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version