সত্যের সন্ধানে আমি অনুসন্ধানী রথে, সুসজ্জিত অচেনা অজানা কণ্টকময় পথে, সমাজ সংস্কার কহে কাক্সিক্ষত পথ নহে, লোক-সমাজের অভিশাপ বহে, তবে আমার সত্যকে খুজবো আমি, প্রাণের স্পন্দনে সর্বদা সজীব চঞ্চলগামী, মিথ্যের বিরুদ্ধে ধরি খোলা তরবারি, সত্যকে বুকে লালন করি। নিজের কাজে নিজেই ক্ষতিগ্রস্ত হই, কৃতজ্ঞতার উপকার নিয়ে ব্যস্ত না হই, সত্যের সন্ধানে মোর দুর্দমনীয় প্রাণ, সত্যের বিরোধীর বিরুদ্ধে তৈরি রণ, মিথ্যে বলার চেয়েও সত্যি বলায় অবিনয়, পরীক্ষা নিরীক্ষায় আজকের সত্য কাল মিথ্যে প্রমাণিত হয়। মিথ্যে আর ভ-ামীর ভুল রয়েছে হাজারো, ভুলের মধ্যেই মোরা সত্যকে খুঁজে পাবো, মিথ্যের জাল পুড়িয়ে ছাই সত্যের জয় অনিবার্য, তাই সদা সর্বদা মিথ্যের আশ্রয় পরিত্যজ।
8,564,924 total views, 3,629 views today