বনের পাখি চললো বনে, শূন্য খাঁচা ফেলে,
সুখপাখি হারিয়েছে সুদূরে, তালা পড়লো মনে।
নিজের জীবন হেলায় ফেলায়, তলিয়ে যাচ্ছি অতলে,
কতো হা-হা-কা-র জমেছে বুকে, সকল সুখ দিয়ে যায় ঢেকে।
ডুবে আছি যেন অচীন সাগরে, প্রাণপণ চেয়েছি যে তোমারে,
কেনো তুমি চলে গেলে, আমায় একলা ফেলে।
দিয়েছিলাম ঠাই মন কিনারে, ভালোবাসায় জীবনজুড়ে,
তবুও সেই তুমি নেই কেন আজ, কেন এতো বদলে গেলে?
কেন এতো দুঃখ দিলে, তবে কি ভালোবাসা নয় আবেগে!
অধিকারের আবদার জানিয়ে, মনের অমোঘ স্বাদ পূরণে।
জোর দিয়ে চাও মোরে, ভালোবাসার হৃদয় জুড়ে,
সেই তুমি কেন এতো বদলে গেলে, আমায় দিলে পর করে।
মনপিঞ্জিরায় দিয়েছো কারে ঠায়, আমায় জানিয়ে বিদায়,
কমটি ছিলো কি আমার মাঝে, তুমি চললে ভালোবাসার নতুন টানে…!
https://www.facebook.com/dailysuprovatsatkhira/