Site icon suprovatsatkhira.com

কবিতা: বইমেলা

বইমেলা, আলোর মেলা, প্রাণের মেলা,
স্বাধীনতার গৌরব মাখা লাখো শহীদের অন্যতম।
বইমেলা সত্যিকার অর্থে যেমন সমৃদ্ধি করছে-
অনুরূপ বইপ্রেমী মুক্তমনের চিন্তাশীল আর,
মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করা অগণিত পাঠকের অন্যতম।
দৃষ্টিশীল চিন্তা অনুপ্রেরণা আগ্রহ,
এবং অদম্য ইচ্ছা শক্তির দেশ ও জাতিকে-
সমৃদ্ধির সোপানে শুভবুদ্ধি মুক্ত চিন্তা এবং,
নতুন নতুন উদ্ভাবনা শক্তির উন্মেষ ঘটায় বই-
শুভ বুদ্ধির প্রকাশ করে সৃষ্টি করেছে আগ্রহ।
তাই আমরা সবাই বলি প্রাণের টানে, জ্ঞানের,
সন্ধানে, প্রিয় বইয়ের খোঁজে চলি আমরা বই মেলায়,
মানুষের মাঝে অসাম্প্রদায়িক চেতনা-
উদ্বুদ্ধ করবে। বাঙালি জাতিকে জানা,
আর ইতিহাস জেনে নিজেকে সমৃদ্ধ-
করার অনন্য প্রয়াস এই বইমেলা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version