পেনড্রাইভ এর ঠোঁট থেকে খসে যাবে যাক অক্ষর সংসার,
বরং কামার শালায় চাষ করে নেব ঝুম অন্ধ নিঃশ্বাস।
তোমার উষ্ণ ঠোঁটে জল দান পর্বও উড়িয়ে দিইনে,
তবে অ-তপতী নও এমন পূর্বাভাসও রয়ে যাক।
ফাগ মাখা কৃষ্ণ দুপুর আর ঝল রোদ ছুয়ে ঝিমঝিম ঘোরে,
আমি কংকন ভরে দেব অতৃষ্ণার অতৃপ্ত দর্শন।
জনৈক বিকেলকে বলছি বেহালার ধুলো জং ঝেড়ে,
শেষমেষ তোমার রূপ কথায় এক গীত আর্কাইভ জুড়ে দিতে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/