Site icon suprovatsatkhira.com

কবিতা: চকবাজারের মৃত্যুপুরী

হঠাৎ করেই মাঝরাতে কি যে হলো ভাই
অগ্নিদগ্ধ ভাইবোনদের কান্না শুনতে পাই।
করছিল কেউ বেচাকেনা, ফিরছিলো কেউ বাড়ি,
একমুহূর্তেই সব জমালো কবর দেশে পাড়ি।
রেখে গেল কেউ অবুঝ শিশু চিরতরে এতিম করি,
মাটিতে পড়ে কেউ গড়াগড়ি করছে প্রিয়জন হারিয়ে তারই।
সহায় সম্বল হারিয়ে কেউবা করছে আহাজারি
সন্তান হারানো মায়ের কান্না আকাশ করছে ভারি।
কেউবা নিচ্ছে আপন মানুষের লাশটা ধরাধরি করি
এ যেন চিরচেনা জায়গা নয়, কোন এক মৃত্যুপুরী।
থেকে থেকে কান্নায় কেউ ভেঙে পড়ছে বন্ধু হারিয়ে তারই
প্রিয়হারা বিয়োগ ব্যথায় গুমরে কাঁদছে অবলা-সরলা নারী।
সান্তনার কোন ভাষা নেই আজ, যেন ডুবে গেছে আশার তরী
পরপারে যেন ভালো থাকে তারা এই দোয়াই শুধু করি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version