Site icon suprovatsatkhira.com

কবিতা: কষ্টগুলো আমার

লাউ গাছটি লক লক করে বৃদ্ধি পাচ্ছে
সতেজ সজীবতার সৌরভ দোলা দেয় বাতাসে,
নগ্ন তাদের মোহনীয় যৌবন,
কৃষকের চোখের কোণে চিক চিক করে ওঠে
আনন্দের স্ফটিক,
ঝিঙে ফুলে মৌয়ের গুঞ্জন
বাতাসে উন্মুক্ত স্পর্শসুখের স্পন্দন,
শিমুল গাছটা বাতাসের বুকে ঢুকে যায়,
পাপড়ী খুলে বাতাসে ছড়িয়ে যায়
তারা বুঝি পাখি হওয়ার বাসনাকে পূর্ণ করে,
মিলনের স্বর্গসুখ ছড়িয়ে দেয় পৃথিবীতে,
কেউ জানে না বা জানতে দেয় না
প্রতিনিয়ত পিপড়া ও বিষাক্ত কীট
প্রতিক্ষণে শুষে নেয় তাদের সঞ্চিত প্রাণরস,
আলুগাছের সবুজ ডগায় দেখা যায় না
মাটির নিচের শত্রুদের আঘাতের কান্না,
তারা জানে কান্নাগুলো, অশ্রুগুলো-
তাদের একান্ত নিজস্ব সম্পদ
আর তাই ঢেকে রাখে চোখের পাপড়িতে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version