ফুল ফুটুক আর না ফুটুক তাই আজ বসন্ত।
শীতের শেষে ঋতুচক্রের বাঙালি জীবনে,
প্রকৃতি রূপ বদলে যায় তাই আজ বসন্ত।
ঝরে পড়া শুকনা পাতার মর্মর ধ্বনির দিন,
কচি পাতার আলোয় নাচনের বাঙালি দোলা লাগার দিন।
বাসন্তী রং এর শাড়ি ও পাঞ্জাবি গায়ে
জড়িয়ে আনন্দে মেতে ওঠার আহ্বান,
শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠার আহ্বান।
শিমুল গাছে লাগে আগুন রঙের খেলা,
কোকিলের মধুর কুহু কুহু ডাক আমের মুকুলের গল্প-
তুলবে অনেক বিরহী অন্তর এই,
বসন্তেই ভাষা আন্দোলনের বীজ বপন-
করেছিলেন, সেই আহবানের ডাকে সাড়া জাগানোর বেলা।
ফুল ফুটুক আর না ফুটুক তাই আজ বসন্ত।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/