আলেকজান্ডার থেকে ইয়াহিয়া অবধি
কত বীর সম্রাট বাদশা সেনাপতি
সাজিয়েছে প্রেমরসে এ বঙ্গভূমি পরে
খেলিয়াছে রক্তের খেলা।
বাজায়েছে যুদ্ধের দামামা-
কেউ সম্পদ লুণ্ঠনের তরে
কেউবা ভালবাসায় নতজানু হয়ে
এ জন্মভূমির প্রতি।
¯্রষ্টার অকৃপণ হাতে সাজানো সবুজ-
শ্যামল নদী বিধৌত এ উর্বর মাটির
দেশটাকে ভালবেসেছিল কত অচেনা
অতিথি,
কত রতি মহারতি।
নদীর পাড়ে দাঁড়ানো মিনাক্ষী
ইশারায় বলেছিল ভালবাসার কথা
কবির বুকে উঠেছিল উত্তাল উচ্ছ্বল ভালবাসা
রচিত হয়েছিল অমর কবিতা ‘আমার সোনার বাংলা’
নন্দিত হয়েছিলেন কবি।
পাহাড় সমুদ্র আর বনরাশির অপরুপ রুপ
তুলে ধরল চিত্রকর
তুলির টানে আঁকল এক নূতন ছবি।
ভালবাসার খলনায়করা চেয়েছিল সম্পদ
যা এ দেশের মাটি পানি আর অন্তরীক্ষে
সাজানো থরে বিথরে
তাই রক্ত ঝরেছে বাঁশের কেল্লায়
বাংলার পথে পথে
পলাশীর প্রান্তরে
সিপাহী বিদ্রোহের ষঢ়যন্ত্রে,
ঢাকার রাজপথে
ফাঁসী কাষ্টেঝুলেছে হাজারও বীর সিপাহী
শীর উঁচুকরে।
‘৭১ এর ২৫ শে মার্চ রাতে
এক মাতাল অন্ধ সেনাপতি
সাড়ে সাত কোটি মানুষের দাবি- স্বাধীনতা
উপেক্ষা করে নামালো এক অদ্ভুত রক্তচোষা দানব
অপারেশন সার্চলাইট
ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনার
রাস্তায় রাস্তায়
পদ্মা মেঘনা যমুনা করতোয়ার তীরে তীরে
কিনারায় কিনারায়
অপারেশন সার্চলাইট খুঁজে চলেছে
দেশপ্রমিক ছাত্রজনতা শ্রমিক কৃষক,
খুঁজে চলেছে বাঙালি ললনার পোশাকে ঢাকা গোপন অঙ্গের রূপ।
বাংলার নদী-মাটে পথ-ঘাটে লাশের স্তুপ।
রক্তে লোহিত হল নদী
ধ্বংসে বিধস্ত হল গ্রামের পর গ্রাম শহরের পর শহর
বিচ্ছিন্ন হলো চলার পথ
একদিন তলিয়ে গেল সার্চলাইটের সেই
জাহাজ
সে এক গৌরবের ইতিহাস।
কবিতা: অপারেশন সার্চলাইট
https://www.facebook.com/dailysuprovatsatkhira/