Site icon suprovatsatkhira.com

আন্তর্জাতিক নারী দিবসে জেলাজুড়ে নানা কর্মসূচি পালিত

ডেস্ক রিপোর্ট: “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো ও দলিত নারীদের প্রতি সকল প্রকার বৈষম্য বন্ধ করো” শ্লোগানে বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ৮ মার্চ (শুক্রবার) বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:


তালায় উন্নয়ন মেলা
তালা প্রতিনিধি: শুক্রবার (৮ মার্চ ) সকালে দিনটি উপলক্ষ্যে বে-সরকারি উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রাণী দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ওসি মেহিদী রাসেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। এ সময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের পিপি আরডিটিপিইইজি প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার জুযেল সরকার, অশোক কুমার দাস, রহিশা খাতুন প্রমুখ।
এদিকে তালায় দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল। ১২টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম প্রদর্শিত হচ্ছে।

কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবসের র‌্যালি
হেলাতলা (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ নারী উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, এসআই শারমিন সুলতানা শিখা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মহাসিন আলী, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, উপজেলা সমবায় অফিসার নওশের আলী প্রমুখ।


আশাশুনিতে নারী উন্নয়ন মেলা উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দু’দিনব্যাপী নারী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে সম্মেলন কক্ষে ৮টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান হাতের কারুকার্য সম্বলিত মালামাল, নকশী কাঁথা, বুটিক প্রদর্শন ও বিক্রয়, সবজী উৎপাদনের পদ্ধতি প্রদর্শন, পিঠা ও ছোলা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতা নতুন বিশ্ব গড়ো’ এ প্রতিপাদ্যে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান ও বিভিন্ন মহিলা সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। মেলার প্রথম দিনে সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি করা হয়।


নওয়াবেঁকীতে র‌্যালি ও আলোচনা সভা
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকাল ৯টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু এবং ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে গঠিত বাল্যবিবাহ রোধে টিমের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হজরত আলী প্রমুখ।


দেবহাটায় র‌্যালি ও আলোচনা সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় র‌্যালি, আলোচনা সভা ও নারী মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষের অংশগ্রহণে উপজেলার চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। বক্তব্য রাখেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, কিশোরী প্রকল্পের কো-অডিনেটর শাপলা পারভীন, নারী নেত্রী সুফিয়া খাতুন, রোকেয়া পারভীন প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, তথ্য অফিসার সামসুন্নাহার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুক্তারানী মন্ডল, থানার এসআই দরবেশ ফকির, এএসআই জুয়েল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব, আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, নারী কণ্ঠ উন্নয়ণ সংস্থার সুপারভাইজার মুজিবর রহমান, শিক্ষক শেখ মুয়াজ্জিন আলীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এদিকে, দিনব্যাপী মেলায় আংশ নেয় উপজেলা মহিলা বিষয়ক দফতর, মহিলা বিষয়কের আইজিএ প্রকল্প, নারীকণ্ঠ উন্নয়ন সংস্থা, তৃণমূল নারী উন্নয়ণ সংস্থা, আইডিয়াল, আশার আলো, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি, টাউনশ্রীপুর পল্লী সমাজসহ বিভিন্ন সংগঠন।


মণিরামপুরে নারী দিবসের বিভিন্ন কর্মসূচি
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: শুক্রবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। বাংলাদেশ নারী মুক্তি সংসদ মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েমা হাসান, উপজেলা স্বাস্থ্য কমকর্তা শুভ্রা রাণী দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, উপাধ্যক্ষ আফরোজা মাহমুদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দীন, সাবেক ডেপুটি কমান্ডার গাজী আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি খলিলুর রহমান খান প্রমুখ।
কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত


কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দলিত হারচয়েস প্রকল্প ও পরিত্রাণ এর সহযোগিতায় এ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেশবপুর থানার তদন্ত ওসি শাহাজাহান আহম্মেদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, দলিত জনগোষ্ঠীর প্রতিনিধি ন্যাশনাল চিলড্রেন টাক্সফোর্স সদস্য মিনা দাস।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version