ইউনুস গাজী, নেংগুড়াহাট (মণিরামপুর): অসময়ের বৃষ্টিপাতে মণিরামপুর উপজেলার ইট ভাটাগুলোর কাঁচা ইট নষ্ট হয়ে মালিকদের প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতিকে ব্যবসায় বড় ধাক্কা বলে মনে করছেন ভাটা মালিকরা। তারা বলছেন, ইট ভাটা ব্যবসার ভরা মৌসুমে দুই বারের ব্যাপক বৃষ্টিপাতে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা হিসাবের বাইরে। এবছর ব্যবসায় ক্ষতি পোশাবার নয়। এতে অনেক ভাটা বন্ধ হয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে।
উপজেলার খেদাপাড়া এলাকার একটি ভাটার পার্টনার নিছার আলী জানিয়েছেন, কয়েক দিন আগের তিন দিনের বৃষ্টি ও সর্বশেষ গত রোববার রাতের মুষল ধারার বৃষ্টিপাতে ২০ থেকে ২৫ লক্ষ টাকার কাঁচা ইট নষ্ট হয়েছে। এই ইটগুলো সরাতেও প্রচুর পরিমাণে শ্রমিক খরচ হবে। রাজগঞ্জের দোদাড়িয়া সরদার ব্রিক্সের ম্যানেজার রুহুল কুদ্দুস বলেন, তাদের ভাটার ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা।
খোঁজখবর নিয়ে জানা গেছে, মণিরামপুর উপজেলায় মোট ইটের ভাটা রয়েছে ৩২টা। এর মধ্যে ২টা ইটের ভাটা বন্ধ রয়েছে। রাজগঞ্জের দোদাড়িয়ার ইট ভাটা মালিক রবিউল ইসলাম জানিয়েছেন, এবছর এব্যবসায় বড় ধরনের লোকসানের আশংকায় রয়েছি।
মণিরামপুর উপজেলা ইট ভাটা মালিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান জানিয়েছেন, বৃষ্টিপাতের কারণে উপজেলার ৩০টি ইটের ভাটার প্রায় ৭ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।
অসময়ের বৃষ্টিতে মণিরামপুরে ভাটা মালিকদের ৭ কোটি টাকার ক্ষতি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/