মার্চ ২৫, ২০১৯
সামাজিক ‘বিষ’ থেকে মুক্ত হওয়ার শপথে পালন হোক স্বাধীনতা দিবস আরিফুল ইসলাম রোহিত
স্বাধীনতার ৪৮ বছরে পদার্পণ করেছে স্বাধীন বাংলাদেশ। পাকিস্তানিদের বিষবাষ্প থেকে মুক্তির স্বাদ পেয়ে জাতি আজ মেতে উঠবে আনন্দ উল্লাসে। সারা দেশে পালিত হবে নানা বৈচিত্র্যময় উৎসব অনুষ্ঠান। সেই ১৯৭১ সালের ২৬ মার্চ জাতির শ্রেষ্ঠ সন্তান আর আমাদের সকলের ভালোবাসার কিংবদন্তী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণায় যে স্বাধীনতার ডাক এসেছিলো, সেই ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি নেমে পড়েছিলো পাকিস্তানিদের অত্যাচার আর শোষণের প্রতিবাদে। স্বাধীনতা যুদ্ধে আমরা বিজয় পেয়েছিলাম ১৬ ডিসেম্বর। মাত্র নয় মাসের যুদ্ধ শেষে পাকিস্তানিদের বিতাড়িত করেছিলাম আমরা। আজ আর পাকিস্তানিদের সেই শোষণ নেই। নেই পাক বাহিনীর নির্মম অত্যাচার। তবে আজ নতুন করে সৃষ্টি হয়েছে সামাজিক কিছু ‘বিষ’। আর তাই এবছর স্বাধীনতা দিবস পালিত হোক সামাজিক সেই সব ‘বিষ’ থেকে মুক্তি পাওয়ার শপথে। 8,566,677 total views, 5,382 views today |
|
|
|