সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম মোরশেদ মটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে মটরসাইকেল র্যালি করেছেন।
বুধবার বিকাল ৫টায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে মটরসাইকেল র্যালিটি বের হয়ে সদর উপজেলার লাবসা, কুশখালী, আগরদাড়ী, ঘোনা, আলীপুর, ভোমরাসহ বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনালে এসে শেষ হয়। পরে সেখানে আগামী নির্বাচনে মটরসাইকেল প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মোরশেদ সমর্থক নেতাকর্মী ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভায় চেয়ারম্যান প্রার্থী গোলাম মোরশেদ সাতক্ষীরা সদর উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করতে সকলকে জোট বেধে মটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি