শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে নেকজেনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী এবং অসচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে সিডিও’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় শিক্ষা ও বৈচিত্র্য সংস্থা (সিডিও) এর সহযোগিতায় এবং সিডিও ইয়ুথ টিমের শিক্ষা প্রকল্পের আওতায় খাতা কলম বিতরণ করা হয়।
সিডিওর স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় উপজেলার ১২টি ইউনিয়নের ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪০জন মেধাবী অস্বচ্ছল ছাত্র-ছাত্রীকে প্রতিমাসে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। সিডিও ইয়ুথ টিমের উপকূলের উপদেষ্টা সমাজসেবক দিপক মিস্ত্রির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ মন্ডল, সহকারী শিক্ষক নেমাই মন্ডল, সিডিও ইয়ুথ টিমের বুড়িগোয়ালীনি ইউনিটের সাধারণ সম্পাদক আবু ইসহাক হুসাইন প্রমুখ।