মার্চ ৩, ২০১৯
শ্যামনগরের ঝাপালীতে অবৈধভাবে বালি উত্তোলন!
![]() শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার দীর্ঘদিনের ভাঙন কবলিত এলাকা কাশিমাড়ির ঝাপায় চলছে অবৈধভাবে বালি উত্তোলন। সরজমিনে গিয়ে জানা যায়, ঝাপালির আব্দুল মাজেদ পাড়ের ছেলে মিজানুর রহমান খোলপেটুয়া নদী থেকে সারা বছর বালি উত্তোলন করে ব্যবসা করেন। ভাঙন কবলিত এলাকা হিসেবে উপজেলা প্রশাসন বালি উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করলেও সকলের অগোচরে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন মিজানুর রহমান। মিজানুর রহমান নদীর চর দখল করে তৈরি করেছেন বসতভিটা। সেখানেই তিনি বালি উত্তোলন করে বিক্রি করেন। অবৈধভাবে বালি উত্তোলনের ফলে খোলপেটুয়া নদীর ঘোলা ওয়াপদা বেড়িবাঁধে ভাঙন দেখা দিলেও নিজের স্বার্থ হাসিলের জন্যই বালি তুলছে মিজানুর এমন অভিযোগ এলাকার শত শত মানুষের। এখানকার মানুষের অভিযোগ, এভাবে বালি উত্তোলন হতে থাকলে যেকোন মুহূর্তে বিলীন হতে পারে কাশিমাড়ীসহ পাশ্ববর্তী কালিগঞ্জসহ শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন। এ অবস্থায় ভাঙনের হাত থেকে রক্ষা পেতে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। 5,727,525 total views, 4,985 views today |
|
|
|