বরিশালের কোচের দায়িত্বে সাতক্ষীরার ইকবাল কবির খান বাপ্পি
ডেস্ক রিপোর্ট: শেখ রাসেল অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে বরিশাল বিভাগের কোচের দায়িত্ব পালন করছেন সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি।
গত ২৭ ফেব্রুয়ারি থেকে সাইফ পাওয়ার টেকের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের আবাসিক ক্যাম্প চলছে। এই ক্যাম্প থেকে প্রতি জেলার ১০জন খেলোয়াড় বাছাই করে বিভাগীয় পর্যায়ের ক্যাম্পে অংশ নেবে। অতঃপর বিভাগীয় ক্যাম্প থেকে ৩০জন করে খেলোয়াড় বাছাই করা হবে। যাদের নিয়ে আটটি বিভাগের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে শেখ রাসেল অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্ট।