যশোর প্রতিনিধি: পানি দিবস উপলক্ষ্যে সকলের জন্য সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের উদ্যোগে রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সনাক সভাপতি অধ্যাপক সুকুমার দাস, সনাক সদস্য প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, যশোর আইনজীবী সমিতির সাবেক সম্পাদক জহুর আহমেদ, সনাক সদস্য অ্যাডভোকেট সৈয়দা মাসুমা বেগম, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন ও সহ-সভাপতি প্রণব দাস, সনাকের জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক উপ-কমিটির আহবায়ক অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, জয়তী সোসাইটির বর্ণালী সরকার, ইয়েস সদস্য আসাদুজ্জামান ইমরান প্রমুখ। কর্মসূচি সঞ্চালনা করেন টিআইবির এরিয়া ম্যানেজার এএইচএম আনিসুজ্জামান।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য জলাধার ও পানির উৎসসমূহ রক্ষায় সরকারসহ আমাদের নিজেদের সচেতন ও আন্তরিক হতে হবে।
বক্তারা বলেন, বর্তমানে যেভাবে নদী-নালা, খাল-বিল, পুকুর-জলাশয় ভরাট করা হচ্ছে এবং অবাধে ভূ-গর্ভস্থ হতে পানি ও নদী হতে বালু উত্তোলন করা হচ্ছে তাতে আমাদের জন্য আগামীতে ভয়াবহ সময় অপেক্ষা করছে। এসব বিষয়ে আমরা যদি এখনই সচেতন না হই তবে আমাদের চরম মূল্য দিতে হবে। নিরাপদ পানি নিশ্চিত করতে না পারলে আমাদের জীবন বিপন্ন হবে।
যশোরে সনাকের মানববন্ধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/