যশোর প্রতিনিধি: যশোর উপশহরের ৩নং ওয়ার্ডের খালপাড় বস্তির বাসিন্দাদের উচ্ছেদের পূর্বে পুনর্বাসনের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা করেছে।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হয়। পরে তারা উচ্ছেদের পূর্বে পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি প্রদান করন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, দেশ স্বাধীনের পর হতে ৬০ ঘর হতদরিদ্র লোকজন বসবাস করে আসছে। উপজেলা ও জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক হিসেবে ভোট প্রদান করা হচ্ছে। কিন্তু হঠাৎ করে হাউজিং স্টেটের নির্দেশে মাইকিং করে তিন দিনের মধ্যে উচ্ছেদের ঘোষণা দিয়েছে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করলে কোমলমতি শিশুদের লেখাপড়া বিঘœ ঘটবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন মুক্তার হোসেন, আব্দুল আলী, আব্দুল জলিল, মাজেদুল ইসলাম খাঁন, ফারজানা ইয়াসমিন, ছাহেরা বেগম, সনি প্রমুখ।
যশোরে বস্তিবাসীকে পুনর্বাসনের দাবিতে স্মারকলিপি
https://www.facebook.com/dailysuprovatsatkhira/