যশোর প্রতিনিধি: যশোরের বড় বাজারের ভীষণ কেয়ার নামে একটি চশমার দোকানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় তারা মোহিত নামে এক কর্মচারীকে অপহরণ করে। এর প্রতিবাদে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা শহরের দড়াটানা অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর বারোটার পর পরই তিনটি মোটরসাইকেলে করে সন্ত্রাসী পিন্টু ওরফে ট্যারা পিন্টুর নেতৃত্বে জাকির, রাসেল ও রানাসহ নয় জন দোকানে আসে। এ সময় তারা ভিশন কেয়ারে ভাঙচুর এবং লুটপাট করে। এতে বাধা দেয়ায় দোকান কর্মচারী মোহিতকে তারা তুলে নিয়ে যায়। প্রতিবাদে তাৎক্ষণিকভাবে চশমা ব্যবসায়ী সমিতির সিদ্ধান্তে দোকানপাট বন্ধ করে শহরের দড়াটানা চত্বরে গিয়ে তারা অবস্থান করেন।
ব্যবসায়ীদের দাবি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান মিন্টুর নির্দেশে সন্ত্রাসীরা এই হামলা ও মোহিতকে অপহরণ করেছে। অপহরণের পর তারা মোহিতকে মিন্টুর বাড়িতে নিয়ে গেছে বলে দাবি তাদের।
যশোর কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর সমীর কুমার সরকার জানান, দোকানে হামলা ও এক জনকে অপহরণের প্রতিবাদে ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।
যশোরে দোকান কর্মচারীকে অপহরণের প্রতিবাদে ব্যবসায়ীদের রাস্তা অবরোধ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/