যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী জমজমাট বিজ্ঞানমেলা। সোমবার (১৮ মার্চ) রোটার্যাক্ট ক্লাব অব যবিপ্রবির আয়োজনে বিজ্ঞানমেলায় যশোর এবং এর আশপাশের জেলার ২০টির অধিক বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুলের আট শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্রে (বিউপি) সাবেক উপাচার্য মেজর জেনারেল (অব.) সালাউদ্দীন মিয়াজী। অনুষ্ঠানে যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন, রোটারি ক্লাব যশোর রূপান্তরের সভাপতি শামসুল আলম, ঢাকা ব্যাংকের যশোর শাখার ব্যবস্থাপক এএফএম মাহমুদুর রহমান, যবিপ্রবি রোটার্যাক্ট ক্লাবের সভাপতি পিয়াস বিশ্বাস প্রমুখ।
মেলায় ষষ্ঠ থেকে অষ্টম, নবম থেকে দশম, একাদশ থেকে দ্বাদশ এবং ¯œাতক থেকে ¯œাতকোত্তর পর্যন্ত চার ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সবশেষে বিজয়ীদের প্রাইজমানি, ক্রেস্ট এবং সনদ দিয়ে সম্মাননা জানানো হয়। এদিকে বঙ্গবন্ধু একাডেমিক ভবনের নিচে প্রদর্শিত যবিপ্রবির পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. হুমায়ন কবিরের সৌরবিদ্যুৎ চালিত গাড়ি অতিথিদের দৃষ্টি কাড়ে।
যবিপ্রবিতে জমজমাট বিজ্ঞানমেলা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/