ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনার মীরেরডাঙ্গা শিল্পাঞ্চল দীর্ঘদিন পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। শিল্পাঞ্চলের অধিকাংশ বেসরকারি জুট মিল বন্ধ থাকলেও আংশিক চালু সোনালী জুট মিলের শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনার দাবিতে চলছে পাঁচ দিনের কর্মসূচি। দাবি আদায়ে স্থানীয় সংসদ সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা জেলা প্রশাসক, শ্রম অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে।
সোনালী জুট মিল শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, সোনালী জুটমিলের মালিক দীর্ঘদিন থেকে লাপাত্তা থাকায় মিলের অচলাবস্থা এবং শ্রমিকদের দুরাবস্থার কথা জানিয়ে বিভিন্ন দপ্তরে স্মারক লিপি প্রদান করা হয়েছে। পরিস্থিতির কোন সমাধান না হওয়ায় মিলের মালিককে হাজির এবং মিলের সকল শ্রমিক-কর্মচারীর গ্রাচুইটিসহ সকল বকেয়া পাওনা পরিশোধের দুই দফার দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।
মালিকের কাছে প্রায় ৭৪ কোটি ১৩ লক্ষ টাকা পাওনার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। এ দিকে মিলের প্রধান ফটকের সামনে থেকে শতশত শ্রমিক লাঠি হাতে নিয়ে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিলগেটে সমাবশে করেছে। শ্রমিক নেতা মুন্সি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং নাজিউর রহমান নজরুলের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন শ্রমিক নেতা মোল্যা ওমর ফারুক, রফিকুল ইসলাম, আ. বারেক হাওলাদার, আজাদ ঢালী, মাজেদুল ইসলাম, আব্দুল আওয়াল প্রমুখ।
মীরেরডাঙ্গা শিল্পাঞ্চল ফের উত্তপ্ত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/