মণিরামপুর (যশোর) প্রতিনিধি: নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশে মণিরামপুর উপজেলার ৭নং খেদাপাড়া ইউনিয়নের উপ-নির্বাচনে নির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ স্থগিত করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকেলে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপজেলার ৭নং খেদাপাড়া ইউপি’র উপ-নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান এসএম আব্দুল হককে শপথ পড়ানোর জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল।
এ সময় ভোট পুনঃগণনার দাবিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়েরকারী নৌকার পরাজিত প্রার্থী আব্দুল আলীম জিন্নাহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হয়ে নির্বাচন ট্রাইব্যুনালের শপথ সংক্রান্ত নিষেধাজ্ঞার কপি জমা দেন। ওই চিঠিতে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর বিষয়টি অবগত হয়ে রিটার্নিং অফিসার শপথ অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন। গত ২৪ মার্চ যশোর নির্বাচনী ট্রাইব্যুনালের সহকারী জজ আদালত থেকে জারি করা ওই আদেশ সূত্রে জানা যায়, গত মাসের ২৮ ফেব্রুয়ারি মণিরামপুর উপজেলার ৭নং খেদাপাড়া ইউপির উপ-নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী এসএম আব্দুল হকেকে বিজয়ী করা হয়েছে মর্মে দাবি করে নৌকার প্রার্থী আব্দুল আলীম জিন্নাহ বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় বিবাদী করা হয় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত এসএম আব্দুল হক, যশোর জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসারকে। মামলায় নৌকার পরাজিত প্রার্থী আব্দুল আলীম জিন্নাহ দাবি করেছেন খেদাপাড়া ইউপির ১,৪ ও ৮ নং কেন্দ্রে ভোট গ্রহণকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট বেশী দেখিয়ে তাকে ১১৩ ভোটে পরাজিত করা হয়েছে। নির্বাচন ট্রাইব্যুনালের আদেশে উল্লেখ করা হয়েছে, ২৪ মার্চ আগামী ৭ দিনের মধ্যে ভোট গ্রহণকারী সংশ্লিষ্টদের মামলার বিষয়ে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে। শপথ অনুষ্ঠান আয়োজনের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার আহসান উল্লাহ শরিফী বলেন, বিজ্ঞ নির্বাচন ট্রাইব্যুনালের অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দেখার পর উক্ত শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে মামলার বিষয়ে সমাধান হতে পারে বলে তিনি সাংবাদিকদের জানান।
মণিরামপুরে নির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ স্থগিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/