মণিরামপুর (যশোর) প্রতিনিধি: ‘নারী-পুরুষের সমভাবনা, নতুন দিনের সূচনা’ ও ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য চাই রাজনৈতিক সম্প্রীতি’ শ্লোগানকে সামনে রেখে বুধবার (১৩ মার্চ) সকালে মণিরামপুর পৌরসভা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দি-হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ও স্থানীয় পিস প্রেসার গ্রুপ (পিপিজি) এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী। স্থানীয় পিপিজি’র পিস অ্যাম্বাসেডর ও সুজন-সুশাসনের জন্য নাগরিক মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক আব্বাস উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দি হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম অফিসার গিয়াস উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল মালেক, পিপিজি’র সদস্য অধ্যাপক এম.আলাউদ্দীন, প্রভাষক মহিতোষ চক্রবর্তী, পৌর কাউন্সিলর ও পিপিজি’র সদস্য গীতা রানী কুন্ডু, শংকরী রানী বিশ^াস, পারভীনা খাতুন, পিপিজি’র সদস্য লাভলী খাতুন, শফি স¤্রাট, গোলাম মোস্তফা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধীরেন্দ্র নাথ ভঞ্জ, পৌরসভা বালিকা বিদ্যালয়ের শিক্ষক স্মৃতি রানী চক্রবর্তী, তাইজুল ইসলাম, রেহেনা পারভীন, খাদিজা খাতুন, শিক্ষার্থী সুমাইয়া রাইয়ান, ফারজানা ইয়াসমিন বনানী, সোনিয়া খাতুন, সৈতি, রিয়া প্রমুখ।
মণিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/