যশোর প্রতিনিধি: ভাস্কর মাহবুব জামাল শামীমের মুখোশে অস্ট্রেলিয়ায় এবার মঙ্গল শোভাযাত্রা হবে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে যশোর চারুপীঠ আর্ট রিসার্স ইনস্টিটিউটে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক মুখোশ উৎসব। অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলা নববর্ষে এবার মঙ্গল শোভাযাত্রা হবে। সেই শোভাযাত্রায় ব্যবহার হবে এগুলো। ফিতা কেটে এই মুখোশ উৎসব উদ্বোধন করেন কবি সাংবাদিক ফখরে আলম। এসময় উপস্থিত ছিলেন চারুপীঠের অধ্যক্ষ ভাস্কর মাহবুব জামাল শামীম।
চারুপীঠের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ জানান, পহেলা বৈশাখে বাংলাদেশের মতো এবার অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হবে মঙ্গল শোভাযাত্রা। ১৪২৬ বরণে শোভাযাত্রার অন্যতম অনুষঙ্গ মুখোশ তৈরি করা হয়েছে মঙ্গল শোভাযাত্রার পথিকৃৎ ও যশোরের কৃতি সন্তান ভাস্কর মাহবুব জামাল শামীমের তত্ত্বাবধানে। এসব মুখোশের মধ্যে আছে রাজা-রানি, হাতি-ঘোড়া, বাঘ-বানর, রাক্ষস-দৈত্য, ট্যাপা পুতুল, সাত ভাই চম্পা মৎস্যকুমারীসহ লোককাহিনি নির্ভর নানা ধরনের ৩০০ মুখোশ।
ভাস্কর শামীম জানান, আজকের এ উৎসব মূলত শিশুদের সঙ্গে আমাদের লোক কাহিনীর চরিত্রগুলোর পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ। চারুপীঠের সাবেক যে ছাত্র অস্ট্রেলিয়ায় আছে তাদের আয়োজনে সিডনিতে বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা হবে। সেই শোভাযাত্রা বর্ণাঢ্য করার জন্য তারা মুখোশ চেয়েছে। তাদের জন্য এখান থেকে একশ’ মুখোশ পাঠানো হবে। বাকিগুলো যশোরের মঙ্গল শোভাযাত্রায় ব্যবহার করা হবে।
ভাস্কর শামীমের মুখোশে এবার অস্ট্রেলিয়ায় হবে মঙ্গল শোভাযাত্রা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/