ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধায় ব্রহ্মরাজপুর বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাঈদউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনার রশিদ, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, জেলা আওয়ামী লীগের সদস্য মোশারফ হোসেন মন্টু, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ বোরহান উদ্দিন, ইউপি সদস্য রাবেয়া সুলতানা, আনিছুর রহমান, শফিকুল ইসলামসহ আওয়ামী লীগের অঙ্গ ও সংঘটনের নেতৃবৃন্দ।