Site icon suprovatsatkhira.com

বেনাপোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বাজারে খাবারের অযোগ্য মেয়াদউত্তীর্ণ খাবার, ট্রেড লাইসেন্স ও ফুড লাইসেন্স বিহীন এবং ফুটপাতে সরকারি রাস্তায় ব্যবসা করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরিন কান্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে অভিযান শুরু করে দুপুর ২টার সময় শেষ হয়।
জানা যায়, বেনাপোল বাজারে নির্দিষ্ট জায়গায় মাংসের দোকান থাকা সত্বেও সেখানে বিক্রি না করে প্রধান সড়কের উপর ধুলাবালির ভিতর মাংস বিক্রির অপরাধে ৩ জনকে, কনফেকশনারী ও ফুটপাতের রাস্তার উপর ফল বিক্রি করার অপরাধে ৩ জনকে ও সফি স্টোর নামে একটি মুদি দোকানের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করে। শফি স্টোরের ঐ মুদি দোকানে মেয়াদউত্তীর্ণ মালামাল পাওয়ার অভিযোগে তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় সাথে ছিলেন, বেনাপোল পৌর স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন, বেনাপোল পোর্ট থানার এসআই আব্দুল লতিফ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version